ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২১
এবার ভ্যাট নিবন্ধন নিল নেটফ্লিক্স

ঢাকা: যুক্তরাষ্ট্র-ভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ভ্যাট নিবন্ধন নিয়েছে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে বাংলাদেশের অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সংস্থাটি ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয়। নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করেছে। নেটফ্লিক্স পিটিই লিমিটেড সিঙ্গাপুর নামে নিবন্ধন পেয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠাটির স্থানীয় পরামর্শক হিসেবে প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি) ভ্যাট নিবন্ধন নিয়েছে। ডিসেম্বর থেকে নেটফ্লিক্স নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে।

এর আগে ফেসবুক, গুগল, মাইক্রোসফট অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ভ্যাটের ব্যবসায় নিবন্ধন নম্বর নেয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।