ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিকে হালদার ইস্যু: বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে নোটিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
পিকে হালদার ইস্যু: বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তাকে নোটিশ 

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিদেশে পলাতক পিকে হালদার ইস্যুতে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৯ জানুয়ারি) দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, পিকে হালদার ইস্যুতে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে নোটিশ পাঠিয়েছে দুদক। দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান মঙ্গলবার (১৮ জানুয়ারি) এই নোটিশ পাঠিয়েছেন।  নোটিশ ২৪ জানুয়ারি সকাল ১০ থেকে সাড়ে ১১টার মধ্যে তাদের বক্তব্য দিতে বলা হয়েছে।

যে চারজন কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়েছে এরা হলেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের উপপরিচালক মো. হামিদুল আলম, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সহকারী পরিচালক মো. কাদের আলী ও যুগ্ম পরিচালক এ.বি.এম মোবারক হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২ 
এসএমএকে/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।