ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রহ্মপুত্রে ধরা পড়ল ১৭ কেজির বাঘাইড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
ব্রহ্মপুত্রে ধরা পড়ল ১৭ কেজির বাঘাইড়

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী সাহেবের আলগা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে ১৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে স্থানীয় এক জেলের জালে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর পৌর বাজারে মাছটি কেটে এক হাজার টাকা কেজি দরে ১৬ হাজার টাকায় খুচরা বিক্রি করা হয়েছে।



এর আগে, সকালে পার্শ্ববর্তী চর বাগুয়ার চর গ্রামের বাসিন্দা স্থানীয় জেলে আছর উদ্দিনের জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার সাহেবের আলগা এলাকার জেলে আছর উদ্দিন ব্রহ্মপুত্র নদে জাল ফেললেই তার জালে ১৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। আছর উদ্দিন মাছটি ভ্যানগাড়ী যোগে উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে সাতদরগাহ বাজারে নিলে ৮শ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী আওলাদ মিয়া। পরে উলিপুর পৌর বাজারে মাছটি কেটে ১ হাজার টাকা কেজি দরে মোট ১৬ হাজার টাকায় খুচরা মূল্যে বিক্রি করেন আওলাদ মিয়া।

সাহেবের আলগা এলাকার জেলে আছর উদ্দিন জানান, এখন ব্রহ্মপুত্র নদে অনেক জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বাংলানিউজকে জানান, এখন ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় সাইজের বাঘাইড় মাছ ধরা পড়ছে। মাছটির স্বাদ ভালো হওয়ায় বাজারে চাহিদা থাকায় জেলে ও ব্যবসায়ীরা উভয়ই লাভবান হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।