ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো উদ্বোধন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২২
ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো উদ্বোধন

ঢাকা: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উদ্বোধন হলো ‘ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো’ ।  

ফিতা কেটে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অ্যাক্সিকিউটিভ মেম্বার অভিজিৎ চৌধুরী, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফেচারারস অ্যাসোসিয়েশন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এই অনুষ্ঠানের আয়োজন করেছে।  

অনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে কাজ করেছে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) এবং ঢাকার ভারতীয় হাইকমিশন। এ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই মেলার উদ্দেশ্য হলো অটো কম্পোনেন্টের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা, যার ফলে গাড়ির পার্টসের দাম এবং সার্ভিসিং খরচ চলে আসবে ক্রেতাদের হাতের নাগালে।

অনুষ্ঠানে ব্রিফিং দেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফেচারারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।  

তিনি বলেন, দেশের পরিবহন খাতকে গতিশীল করতে স্থানীয়ভাবে অটোমোবাইল কম্পোনেন্টের উৎপাদনে যাওয়া খুবই জরুরি। আর এই কাজটি শুরু করার এখনই সবচেয়ে উত্তম সময়।

ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শোতে হাই কমিশনার বলেন, আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধির পথ অটোমোবাইল শিল্পে আমাদের (ভারত-বাংলাদেশ) অংশীদারত্বের সাফল্যের মধ্যেই নিহিত।

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ভারত ও বাংলাদেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন, এই সম্পর্কের বিশাল সুপ্ত অর্থনৈতিক সম্ভাবনাকে উপলব্ধি করার প্রক্রিয়া হচ্ছে আমাদের ভবিষ্যতের চলিকাশক্তি।

বাংলাদেশের নতুন অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতির প্রশংসা করে হাই কমিশনার যৌথ উদ্যোগ, কারিগরি জোট ও অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সহযোগীদের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে ভারতীয় অটো কম্পোনেন্ট শিল্পের গভীর আগ্রহের কথা জানান।  

তিনি আরও বলেন, অটোমোবাইল ও অটো কম্পোনেন্ট সেক্টরে সহযোগিতা দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্বকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করতে পারে। কারণ অটো শিল্প ব্যক্তিগত গতিশীলতা, ব্যক্তিগত পছন্দ, বাণিজ্য ও বিনিয়োগের জন্য উন্নত কারিগরি এবং নির্ভুল উৎপাদন শিল্পের বিকাশের চালক।

এ সময় উপস্থিত ছিলেন অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফেচারারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল ভিনি মেহতা, আইবিসিসিআই এবং বিএএ এমএ’র সদস্যরা, রানার গ্রুপ, র‍্যাংগস গ্রুপ ও ইফার অটোস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, অটোমোবাইল কম্পোনেন্টের স্থানীয় উৎপাদনকারী, খুচরা বিক্রেতা ও আমদানিকারকরা।  

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
টিআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।