চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলবন্দরের পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১ মার্চ) সকালে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গোমস্তাপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নাচোল ও ভোলাহাট উপজেলার জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রিটিশ আমলে রহনপুরে রেলওয়ে শুল্ক স্টেশনটি চালু করা হলেও অবকাঠোমো উন্নয়ন হয়নি। দ্রুত এ বন্দরে অবকাঠামো উন্নয়ন না করে হলে আগামী ৩ মার্চ রহনপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ও ৫ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি পালিত হবে।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই দাবিতে রহনপুরের সব ব্যবসায়ী এক ঘণ্টা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০২২
এসআই