ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল, মহাসচিব মাহমুদুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল, মহাসচিব মাহমুদুজ্জামান

ঢাকা: বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদ নির্বাচনে সভাপতি হয়েছেন ১৩তম বিসিএসের সদস্য কর কমিশনার মো. ইকবাল হোসেন। ২০২২-২৩ মেয়াদের এ নির্বাচনে মহাসচিব হয়েছেন ১৮তম ব্যাচের সদস্য অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান।

শুক্রবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর কমিশনার এম এম ফজলুল হক, কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী  এবং অতিরিক্ত কর কমিশনার মো. সিরাজুল করিম।

যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল এবং রেজিনা সুলতানা রিজু, কোষাধ্যক্ষ হয়েছেন অতিরিক্ত কর কমিশনার মো. মুহতাসিবুর রহমান খান, প্রচার সম্পাদক পদে উপ-কর কমিশনার গোলাম কিবরিয়া এবং সহ-প্রচারে উপ-কর কমিশনার মো. সিহাবুল ইসলাম কুশল নির্বাচিত হয়েছেন।

দপ্তর সম্পাদক পদে উপ-কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ, সহ-দপ্তরে উপ-কর কমিশনার মো. ওমর ফারুক  নির্বাচিত হয়েছেন।

এছাড়া গবেষণা সম্পাদক মো. মনিরুজ্জামান, সহ-গবেষণায় মনসুর আলী, সমাজকল্যাণ সম্পাদক নার্গিস আক্তার, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. সাজ্জাদুল ইসলাম মীর মিঠু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মেহেদি মাসুদ ফয়সাল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মওদুদ আহম্মদ ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোনালিসা শাহরীন সুস্মিতা, সহ-সংস্কৃতিক সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া সম্পাদক মো. সাজিদুল ইসলাম এবং সহ-ক্রীড়া সম্পাদক পদে কে এম তানিম উজ জামান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।