ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
সিটি ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে সমঝোতা সই

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক এবং এভারকেয়ার হসপিটালসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায়, সিটি ব্যাংকের সিটিজেম গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা ও চট্টগ্রাম থেকে বছরে একবার কমপ্লিমেন্টারি হেল্থ স্ক্রিনিং সার্ভিস পাবেন।

সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিংয়ের এটি একটি অংশিদারিত্ব মূলক বিশেষ পরিষেবা যা শুধু সিটিজেম গ্রাহকরাই পাবেন।

সিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও এভারকেয়ার হসপিটালের হেড অব মার্কেটিং ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

এ সময় সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল্লাহ চৌধুরী, হেড অব রিটেল ব্যাংকিং, অরূপ হায়দার, হেড অব সিটিজেম, ফারিয়া হক এবং এভারকেয়ার হসপিটালের হেড অব ফিন্যান্স মুস্তফা আলিম আওলাদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।