ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইবিসিসিআই নেতাদের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইবিসিসিআই নেতাদের সাক্ষাৎ আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আইবিসিসিআই নেতাদের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে কাজ করছে দু’দেশের সরকার। পাশাপাশি
বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের ভূমিকা উল্লেখযোগ্য।

এ ক্ষেত্রে বড় অবদান রাখছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই)।

সোমবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন।  

প্রতিনিধি দলে ছিলেন আইবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহ সভাপতি শোয়েব চৌধুরী ও রানার গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী দ্বীন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রসেসিং ও ইমিগ্রেশন ব্যবস্থা সহজতর করার অনুরোধ জানান। এছাড়া স্থল বন্দরগুলোতে স্বল্প সময়ে পণ্য পরিবহন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দু’দেশের বাণিজ্য বিষয়ে আইবিসিসিআই নেতাদের পরামর্শগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন।

এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের সব রকম সহযোগিতা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমআইএইচ/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।