ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নগদ-এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
নগদ-এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ: টেলিযোগাযোগ মন্ত্রী

ঢাকা: দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ডাক বিভাগ ও ‘নগদ’-কে জড়িয়ে বিভ্রান্তিমূলক অপ্রচার না করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  

রোববার (২৮ আগস্ট) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর অধিদপ্তর থেকে এ বিষয়ক একটি বার্তাবিবরণী ইস্যু করা হয়।

 

ইস্যুকৃত এই বার্তায় মন্ত্রী সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নগদ’-কে ঘিরে বিভ্রান্তিমূলক তথ্যপ্রচারের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।  

তিনি বলেন, ‘২৬ শে মার্চ ২০১৯ সাল থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ-এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদ-এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে, সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়। ’

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল খাতে ক্যাশ-আউট চার্জ কমিয়ে সিঙ্গেল ডিজিট তথা হাজারে মাত্র ৯ টাকা ৯৯ পয়সা ক্যাশ আউট চার্জ নামিয়ে এনেছে নগদ। নগদ-এর কারণেই এখন বাজারে অন্যান্য অপারেটরও তাদের ক্যাশ-আউটের খরচ কমিয়ে আনতে বাধ্য হয়েছে।  
তথ্য বিবরণীতে মোস্তাফা জব্বার আরও বলেন, ‘যেখানে নগদ-এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারল, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু-মহিলা-বয়স্ক-বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সমস্ত সরকারি ভাতা পাচ্ছেন। ডিজিটালি, ১০০ ভাগ স্বচ্ছতার সাথে, তাহলে এতে কার ক্ষতি হলো? এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদ-এর জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। ’

২০২০ সালে বাংলাদেশ সরকারের সুরক্ষা ভাতা বিতরণ প্রকল্পের সাথে এমএফএস  অপারেটরকে যুক্ত করার পর সঠিকভাবে সরকারি সুরক্ষা ভাতা বিতরণ, উপবৃত্তি এবং অন্যান্য আর্থিক সাহায্য বিতরণে বিপ্লব ঘটিয়েছে নগদ। এ পর্যন্ত সামাজিক নিরাপত্তা ভাতার প্রায় ৭৫ শতাংশ বণ্টন করা হয়েছে নগদ-এর মাধ্যমে।

মন্ত্রণালয়ের বার্তায় মোস্তাফা জব্বার সুস্পষ্টভাবে উল্লেখ করেন, ‘অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। নগদ-এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন এবং নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে, এতে কোনো অনিয়মের স্থান নেই, তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। ’

দেশের জনগণকে প্রতিষ্ঠানটির পাশে থাকতে তিনি বলেন, ‘নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষের জন্য, নগদ এর সাথেই থাকুন। ’ 

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।