ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মজুরি ২৫ হাজারের দাবি পোশাক শ্রমিকদের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
মজুরি ২৫ হাজারের দাবি পোশাক শ্রমিকদের 

ঢাকা: মজুরি বোর্ড গঠনসহ পোশাক শ্রমিকদের ২৫ হাজার টাকা মজুরির দাবি জানিয়ছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।  

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর প্রেসক্লাবের সামনে  মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

এ সময় সংগঠন থেকে মহার্ঘ ভাতা ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাত্রা খরচ বেড়ে গেছে। সব জিনিসের দাম বেড়েছে। কিন্তু পোশাক শ্রমিকদের বেতন বাড়েনি। মাত্র ৮ হাজার টাকা বেতনে চলতে পারছেন না শ্রমিকরা। ঘর ভাড়া, খাবার খরচ, যাতায়াত ও চিকিৎসার খরচ মেলাতে হিমশিম খেতে হয় শ্রমিকদের। এমন অবস্থা অবস্থায় পোশাক শ্রমিকদের  বেতন ২৫ হাজার টাকা করা হোক।  

বক্তারা আরো বলেন, সরকার ও গার্মেন্টস মালিকপক্ষ বেতন না বাড়ালে কঠোর আন্দোলনের নামবেন পোশাক শ্রমিকরা।  
কিছুদিন আগে মিরপুরে পোশাক শ্রমিকরা পেটের দায়ে আন্দোলনে নেমেছিলেন। তখন সরকার বলেছিল, এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। সরকার যদি শ্রমিকদের বেতন না বাড়ায়, তারা কঠিন আন্দোলনের সম্মুখীন হবে।  

মানববন্ধনে বক্তব্য রাখেন, পোশাক শ্রমিক ঐক্যফ্রন্টের সমন্বয়ক শহিদুল ইসলাম সবুজ, পোশাক শ্রমিক সংহতি প্রধান তসলিমা আখতার, টেক্সটাইল গার্মেন্টস ওয়াকারস ফেডারেশন সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল, জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, পোশাক শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও বিপ্লব ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এমএমআই/এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।