ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইএসও সনদ পেল বর্ণমালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
আইএসও সনদ পেল বর্ণমালা

ঢাকা: ব্যবসায় পরিচালনার আন্তর্জাতিক মান বজায় রাখার স্বীকৃতি হিসেবে আইএসও (ISO) সনদ পেয়েছে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড।

বুধবার (২১ সেপ্টেম্বর) গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, বিজ্ঞাপনী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বর্ণমালা কমিউনিকেশন গুণগত মানোন্নয়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন (আইএসও) ৯০০১:২০১৫ সনদ অর্জন করলো।

সম্প্রতি রাজধানীর বাংলামটরের নাভানা জহুরা স্কয়ারে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেডের অফিসে গ্রীণ ম্যানেজমেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠানের সিইও মো. রাকিবুল হাসান বর্ণমালার কর্মকর্তাদের হাতে এই সনদ হস্তান্তর করেন।  

বর্ণমালা কমিউনিকেশন লি. প্রায় এক দশক ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সৃজনশীলতা বিকাশে কাজ করে আসছে। বর্ণমালা কমিউনিকেশন লি. ইভেন্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া বায়িং, ডিজাইন অ্যান্ড প্রিন্টিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফার্ম হিসেবে তাদের অর্জিত সুনামের ধারাবাহিকতায় আন্তজার্তিক এই স্বীকৃতি হিসেবে আইএসও সনদ লাভ করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।