ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

‘সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ নিয়ে শাবিপ্রবিতে কর্মশালা 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
‘সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ নিয়ে শাবিপ্রবিতে কর্মশালা 

শাবিপ্রবি (সিলেট): দেশে প্রথমবারের মতো ‘টেকসই সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১২ দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  

রোববার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পৃথিবীর পৃষ্ঠের ৭০ শতাংশ জুড়ে রয়েছে মহাসাগর। মানুষ সামুদ্রিক বাস্তুতন্ত্রের ওপর নির্ভরশীল। মহাসাগর ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। বছরে মৎস্য খাতের অবদান প্রায় ১০০ বিলিয়ন ডলার। তাই জীবিকা নির্বাহের জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ।

উদ্বোধনকালে সমুদ্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. সুব্রত সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, স্কুল অব ফিজিক্যাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

কর্মশালাটি জাপান ভিত্তিক সংস্থা নিপ্পন ফাউন্ডেশন অর্থায়নে এবং যুক্তরাজ্যের সমুদ্র বিষয়ক সংস্থা পোগো -এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশ এবং বিদেশের ২২ জন প্রশিক্ষণার্থী ও ছয়জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন। প্রশিক্ষক হিসেবে যুক্তরাজ্যের প্লেমাউথ বিশ্ববিদ্যালয়, ভারতের জাতীয় সমুদ্র তথ্যসেবা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শাবিপ্রবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিআরডির মোট ছয়জন প্রতিনিধি অংশ নিয়ে সমুদ্র গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেবেন।

কর্মশালা শেষে একটি আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। সিম্পোজিয়ামে সমুদ্র সম্পদের ওপর বিভিন্ন টেকনিক্যাল সেশন, সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সুনীল অর্থনীতির ক্রমবিকাশ, সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সমুদ্র ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রবন্ধ ও নিবন্ধ উপস্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।