জয়পুরহাট: এবছর এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ চতুর্থ স্থান অধিকার করেছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে পাস করেছে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ এস এম জামশেদ আলী বাংলানিউজকে জানান, কলেজের সব শিক্ষক, অভিভাবক ও ছাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
এ সাফল্যে অভিভাবক, শিক্ষক ও ছাত্রীরা অত্যন্ত খুশি হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, গত বছর এ প্রতিষ্ঠান রাজশাহী শিক্ষাবোর্ডে তৃতীয় স্থানে ছিল।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মে ০৭, ২০১২
প্রতিবেদন: আবদুল আলীম মন্ডল/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর