ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১০৬ কক্ষে এ পরীক্ষা শুরু হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন জানান, চারুকলা অনুষদের আট বিভাগে কোটাসহ ১৩০টি আসন রয়েছে। এতে আবেদন করেছে ৭ হাজার ৯৭ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তিচ্ছু ৫৪ জন। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ২০ মে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।