ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে সোমবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া বেসরকারি প্রাথমিক শিক্ষকদের অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
বিকেল ৩টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে দাবি পূরণে কোনো সাড়া না পাওয়ায় অবস্থান ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব আব্দুর রহমান বাচ্চু বাংলানিউজকে বলেন, সারাদিন অপেক্ষা করেও সরকারের কোনো সাড়া না পেয়ে অবশেষে শহীদ মিনারেই রাত্রিযাপনের সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার ১১টায় এখান থেকেই আমরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিতে রওনা হবো।
তিনি বলেন, আমাদের কর্মসূচিতে আশা করি প্রশাসন কোনো বাধা দেবে না। যদি বাধা দেয় সেক্ষেত্রে রাস্তাতেই অবস্থান করবো। রাস্তা ছেড়ে ফিরে যাবো না।
সমাবেশে অংশ নেওয়া সিরাজগঞ্জের চকসাতরার শিক্ষক কেএম মেজবাউর রহমান বাংলানিউজকে বলেন, কৃষি শুমারি, বিভিন্ন টিকাদান, স্থানীয় ও জাতীয় নির্বাচন সহ সরকারি শিক্ষকদের মতো আমরাও সব ধরনের গুরুত্বপূর্ণ কাজে সমানভাবে অংশ নিই। অথচ সরকারি একজন পিয়নের চেয়েও আমাদের বেতন কম। এ বৈষম্যের অবসান করতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
এআই/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর