কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের ক্লাস বর্জন অব্যাহত রয়েছে।
বিভিন্ন অনিয়মের অভিযোগে ফিন্যান্স বিভাগের সভাপতির পদত্যাগ দাবি করে গত ২৫ এপ্রিল ওই বিভাগের শিক্ষার্থীরা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেয়। বিভাগীয় সভাপতির পদত্যাগ ও শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানিয়ে গত ২৮ এপ্রিল থেকে তারা ক্লাস বর্জন করে চলেছে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ১৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর