ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির জহরুল হক হলে পরিবেশ ক্লাব-আধুনিক ডাইনিং উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
ঢাবির জহরুল হক হলে পরিবেশ ক্লাব-আধুনিক ডাইনিং উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ‘পরিবেশ ক্লাব’ ও আধুনিকায়ন ও সংস্কারকৃত শহীদ আবদুল জলিল ডাইনিংয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ডাইনিং উদ্বোধন করেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ক্লাবটির উদ্বোধন শেষে উপাচার্য হল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাবি সিনেট সদস্য ইকবাল মাহমুদ বাবলু, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, পরিবেশ ক্লাবের উপদেষ্টা ও হলের আবাসিক শিক্ষক রাফিউল ইসলাম রাঙা, হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

সম্প্রতি হলের পুকুর পাড়ের সৌন্দর্যবর্ধন, বসার বেঞ্চ নির্মাণ ও ঘাটলা সংস্কার কাজেরও শুভ উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জুন ০৬, ২০২৩
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ