ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি রসায়ন বিভাগ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ২৩, ২০১২
জবি রসায়ন বিভাগ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

ঢাকা : বিভাগীয় বিভিন্ন কাজে ব্যর্থতার দায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহজাহানের পদত্যাগ দাবি করেছে বিভাগীয় শিক্ষার্থীরা।

বুধবার বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষসহ কয়েক ব্যাচের শিক্ষার্থীরা এ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে।



শিক্ষার্থীরা জানান, বিভাগের ল্যাব সমস্যা,পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের উদ্ভট শর্ত আরোপ, অসুস্থ শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণে অপারগ হলে পরে তা নেওয়ার ব্যবস্থা না করা, বিভাগের টয়লেট সমস্যাসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবি করে আসছিল শিক্ষার্থীরা।

দীর্ঘদিন এ দাবির প্রতি কর্ণপাত না করায় শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবি তুলেছেন।

এসব দাবিতে শিক্ষার্থীরা দুপরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও বিভাগের সামনে বিক্ষোভ পদর্শন করে। এ সময় তারা দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয়।

এ বিষয়ে রসায়ন বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহজাহানের সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৩, ২০১২
এমএমএস/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet