ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশিদের জন্য শিক্ষাবৃত্তি বাড়াবে নিউজিল্যান্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
বাংলাদেশিদের জন্য শিক্ষাবৃত্তি বাড়াবে নিউজিল্যান্ড

ঢাকা: নিউজিল্যান্ড বাংলাদেশের পেশাজীবীদের পাশাপাশি গ্রাজুয়েট ও আন্ডার গ্রাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশে নিউজিল্যান্ডের অনিবাসী হাইকমিশনার অ্যাভেরিল জ্যান হেন্ডারসন বুধবার বঙ্গবভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করার সময় নিউজিল্যান্ড সরকারের এ আগ্রহের কথা জানান।



রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। ’

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতা ও যুদ্ধের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় রাষ্ট্রপতি নিউজিল্যান্ড সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানির জন্য নিউজিল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানান।

নবনিযুক্ত হাইকমিশনার বাংলাদেশের নিউজিল্যান্ডের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘নিউজিল্যান্ড সরকার বাংলাদেশের গ্রাজুয়েট, গবেষক ও পেশাজীবীদের শিক্ষা বৃত্তি প্রদান করবে। ’

তিনি আরো জানান, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী নিউজিল্যান্ড।

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে নারী-পুরুষের সমতা বজায় থাকার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক সংখ্যক সদস্য থাকায় তিনি বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারের সাফল্য কামনা করেন এবং তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে হাইকমিশনার বঙ্গভবনে আসার পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরিচয়পত্র পেশকালে পররাষ্ট্রসচিব, রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ২৩, ২০১২
একেআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet