গোপালগঞ্জ: ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা কমানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দুপুরে ইনস্টিটিউট কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
চন্দ্রদিঘলীয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহানন্দ মজুমদার বাংলানিউজকে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ২য় শ্রেণী থেকে কমিয়ে ৩য় শ্রেণী করা হয়েছে বলে খবর বেরিয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার খুলনা, ফরিদপুর ও গোপালগঞ্জ ডিপ্লোমা প্রকৌশল ইনস্টিটিউট নেতারা ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি জানান, নেতারা চলে যাওয়ার পর সারাদেশের মতো সন্ধ্যায় গোপালগঞ্জের চন্দ্রদিঘলীয়া পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র বিক্ষোভ হয়। বিক্ষুব্ধ ছাত্ররা কয়েকটি ক্লাসরুমের দরজা ও জানালা ভাংচুর করে। গেটে তালা লাগিয়ে দেয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মে ২৫, ২০১২
একরামুল কবীর/ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর