চট্টগ্রাম: আগামী শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে টানা একমাসের বর্ষাকালীন ছুটি। এ উপলক্ষে শিক্ষার্থীরা ইতিমধ্যে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তথ্য অফিস থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য ও ফটোগ্রাফি) মো. ফরহাদ হোসেন খান বাংলানিউজকে বলেন, ‘আগামী ২ জুন থেকে শব-ই-মেরাজসহ বর্ষাকালীন ছুটি উপলক্ষে ৩০ জুন পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে। আর অফিস ৯ থেকে ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ’
এদিকে দীর্ঘ একমাস ছুটির সময় কোনো কোনো বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিভাগ সূত্রে জানা গেছে। তবে ছুটিতে শাটল ট্রেন চলাচল করবে না।
সহকারী প্রক্টর আবুল হাসনাত মো. সেলিমুল্লাহ বাংলানিউজকে জানান, বর্ষাকালীন ছুটিতে শাটল চলাচল করবে না। তবে বন্ধের পর নিয়মিত চলবে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ২৭, ২০১২
এমবিএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর