ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

রাজশাহী বোর্ডে সেরা- পাবনা ক্যাডেট কলেজ

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
রাজশাহী বোর্ডে সেরা- পাবনা ক্যাডেট কলেজ

পাবনা: এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে প্রথমস্থান দখল করেছে পাবনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজ।

এবছর এ কলেজ থেকে ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন।

পাসের হার শতভাগ। এর মধ্যে মানবিক শাখা থেকে ৪ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছেন।

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে মানবিক শাখার ৪ জন হলেন- শাহরিয়ার শামস, এ এফ আতাউর রাফী, রাজেন্দ্র প্রসাদ রায় ও মো. আশিকুর রহমান।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। তারা হলেন- জিএম আমিনুল ইসলাম, জিয়াউল হক রাসেল, ইয়াছির আরাফাত, হাসান মাহমুদ, মাসুদ রানা, রাকিন সরদার, তাসকীন রহমান, সাইয়েফুর রহমান তুর্য, মুজাহিদুল ইসলাম তানিম, নূর মোহাম্মদ নীরু, তাওহীদ বিন রহমতুল্লাহ, আহসানুল করিম রাঈম, ইসমাইল হোসেন, রুহুল আমিন, কাওসার রাশেদ সফল, আতিকুল ইসলাম শুভ, শাকির আর রহমান, ইফতেখার সারোয়ার ধ্রুব, ইলিয়াস হোসেন, সাবাব হাসান, মাহমুদ হাসান, এম মুবীন রহমান তাপস, আহমেদ মানজিম রিদওয়ান, সাইফুল ইসলাম, আরাফ-উজ্জ-জামান, আরিফুর রহমান, অনোঘ মহান্ত, এ এইচ এম আতিকুল হক, মিনহাজুল ইসলাম, মাহবুবুল ইসলাম নাঈম. মঈনুদ্দীন হোসেন, সাদমান সৌমিক, সামিউল হক তানজিল, রবিউল আল মাহমুদ, শামীম হাসান, মোহাম্মদ রাশেদ খান, রেদওয়ান করিম সনি, ইমরুল হুসাইন সাকিব, আব্দুল্লাহ-আল-মামুন, সুদীপ্ত সাহা, এহ্সানুল হক শিপন, আব্দুল মালেক, তানজিম হাসান রাহাত, কে এম আহসান হাবীব মুন্না ও তানজির আহমেদ খান।

শুধুমাত্র রাকিব মুনতাসির পেয়েছেন জিপিএ ৪.৯।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার আ.ম. হান্নান বাংলানিউজকে বলেন, এ কৃতিত্ব ও আনন্দ কলেজের শিক্ষক, শিক্ষার্থী সবার।

সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক অধ্যবসায়ের ফলে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে মত ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।