রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোট কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
ক্যাম্পাসের শহীদ তপন চত্বর থেকে প্রগতিশীল জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে চত্বরে ফিরে বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা এক সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখারুজ্জামান শিপলু, ছাত্রমৈত্রীর সোহরাব হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি শ্যাম সাগর মানকিন, সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।
রাকসু নির্বাচন দাবি করে সমাবেশে বক্তারা বলেন, স্বৈরতান্ত্রিক সরকারের সময়ও ছাত্রসংসদ কার্যকর ছিল। কিন্তু বর্তমানে গণতান্ত্রিক সরকার থাকা অবস্থায় কেন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না?
বক্তারা আরও উল্লেখ করে বলেন, রাকসু অকার্যকর থাকলেও বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক রাজনীতি ও শিক্ষক সমিতির নির্বাচনসহ সব ধরনের নির্বাচন থেমে নেই।
সমাবেশ থেকে বক্তারা ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করার অধিকার দেওয়ার দাবি জানান।
এসময় বক্তারা রাকসু নির্বাচনের লড়াই-সংগ্রামের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর