ঢাকা: প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য ফুলের বাগান, খেলার সরঞ্জামসহ মিনি পার্ক তৈরি করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
শিশুদের কাছে প্রাথমিক শিক্ষাকে আকর্ষণীয় করতে সুপারিশ করেছে কমিটি।
কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, তালুকদার মো. ইউনুস, খাদিজা খাতুন শেফালী ও জোবেদা খাতুন বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ২০১৪ সালের মধ্যে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ ও প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধে বিদ্যালয়গুলোতে মা সমাবেশ নিয়মিত আয়োজনের সুপারিশ করা হয়।
এছাড়া প্রাথমিক শিক্ষাকে শিশুদের কাছে আকর্ষণীয় করতে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের ক্ষেত্রে বাধ্যতামুলকভাবে উপকরন ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে কাব কার্যক্রম চালু করার সুপারিশ করা হয়।
বাংলাদেশ সময় : ১৮১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
এসএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর