ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, মার্চ ৯, ২০২৪
ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা আজ ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার (৯ মার্চ) অনুষ্ঠিত হবে।  

এ বছর ১৩০ আসনের বিপরীতে ৭ হাজার ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

 

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো তথ্য মতে, বেলা ১১ থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বেলা ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্র পরিদর্শন করবেন।  

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।