ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হৃদরোগে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
হৃদরোগে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিউল খান সামি।  

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার সহপাঠীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিউল খান সামির শিক্ষক কামরুল ইসলাম জুয়েল বলেন, সামি বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সঙ্গে যুক্ত ছিল। সে ভালো ফটোগ্রাফি করত। মনে পড়ে কত স্মৃতি! ২০১৫ সালে যখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং আমি শিক্ষক হিসেবে যোগদান করি, তখন থেকেই সদাহাস্যজ্বল ও বিনয়ী ছাত্র হিসেবে পরিচিত। প্রথমবর্ষে তাদের বাংলা পড়াতাম। বছর তিনেক আগে তারা মাস্টার্স শেষ করল। আমরা গভীরভাবে শোকাহত।

সামির মৃত্যুতে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা আজকে বিকেলে শুনেছি সামি আমাদের মধ্যে আর নেই। একজন মেধাবী শিক্ষার্থীকে হারিয়ে আমরা শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।