ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ঈদুল ফিতর উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ১২ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

আগামী ৪ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এ ছুটি শুরু হবে।

ছুটি শেষ হবে ১৫ এপ্রিল।  

বিশ্ববিদ্যালয়ের বর্ষপঞ্জিকা অনুযায়ী ২৪ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এতে সব মিলিয়ে ২৬ দিন ছুটি কাটাতে পারবেন শিক্ষার্থীরা। তবে অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য আগামী ৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এতে ১২ দিন ছুটি কাটাতে পারবেন কমকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।