ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত এক ছাত্রকে ড্রেসিং করা নিয়ে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মবিরতি পালন করেন।
মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে কর্মবিরতি চলে দুপুর ১টা পর্যন্ত।
পরে ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালকের হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন তারা।
জরুরি বিভাগের আবাসিক সার্জেন্ট হরিদাস প্রতাপ বাংলানিউজওক জানান, সড়ক দুর্ঘটনায় আহত একজন ঢাবি ছাত্র সোমবার রাতে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকেরা ড্রেসিং করতে অপারগত প্রকাশ করে।
পরে আহত ঢাবি ছাত্র তার ১০-১২ জন বন্ধু নিয়ে আসে। এ পরিস্থিতিতে জরুরি বিভাগের ডাক্তার আব্দুস সালাম ও অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্য ডা. নিজামুদ্দিন তার ড্রেসিং করায়।
এতে ক্ষুব্ধ হয়ে জরুরি বিভাগের ইন্টার্ন চিকিৎসকেরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
পরে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমানের হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন তারা।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
জেএস/এমআইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর