পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আদালত থেকে জামিন পেয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে জেলহাজত থেকে পাবনা দ্রুত বিচার আদালতে হাজির হওয়ার পর ৫ শিক্ষার্থীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু জামিনের আবেদন করেন।
এর আগে গ্রেফতার হওয়ার পর দিন ২ আগস্ট একই আদালতে প্রথম দফায় ৫ জনের জামিনের আবেদন করা হলে বিচারক জামিন না-মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
জামিনপ্রাপ্তরা হলেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. বাকি বিল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান সজিব, ইলেকটিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র আল আমিন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন ও একই বিভাগের একই বর্ষের ছাত্র খালেদ হোসেন।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর