ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

বুয়েটে স্নাতক শ্রেণীতে ভর্তির সিদ্ধান্ত ঈদের পর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৭ আগস্ট  বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে একাডেমিক কাউন্সিলের সভা ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত স্থগিত করেছে।

উল্লেখ্য, অক্টোবর থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় ভর্তিতে রীতি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে বুয়েটে ভর্তি প্রক্রিয়া শুরু হয়।

তবে চলতি শিক্ষাবর্ষে এর ব্যতিক্রম দেখা গেছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।

এবার বুয়েটের ভর্তি পরীক্ষা বিগত বছরের চেয়ে পিছিয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কেননা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন এখনো অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমএন/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad