ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুধবার সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, মে ৬, ২০২৪
বুধবার সশরীরে ক্লাসে ফিরছে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়: দীর্ঘ ১৬ দিন অনলাইনে পাঠদানের পর আগামী বুধবার (৮ মে) সশরীরে ক্লাসে ফিরছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।  

সোমবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় আগামী ৮ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে তীব্র তাপদাহের কারণে গত ২১ এপ্রিল পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে গিয়েছিল ঢাবি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।