ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গুচ্ছভর্তি পরীক্ষা: শাবিপ্রবিতে উপস্থিত ৯২ শতাংশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ১০, ২০২৪
গুচ্ছভর্তি পরীক্ষা: শাবিপ্রবিতে উপস্থিত ৯২ শতাংশ

শাবিপ্রবি (সিলেট): সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপকেন্দ্রে উপস্থিত ছিলেন ৬৭১ জন শিক্ষার্থী।

উপস্থিতির হার ৯২ শতাংশ।

শুক্রবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খাঁন।

তিনি জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটে শাবিপ্রবিতে ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এরমধ্যে অংশ নিয়েছেন ৬৭১ জন পরীক্ষার্থী। ৫৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এরআগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-এ ও ই ভবনে বেলা ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ১০, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।