ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তি ভুয়া, ৩০ জুন থেকেই এইচএসসি পরীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১, ২০২৪
ফেসবুকে ছড়ানো বিজ্ঞপ্তি ভুয়া, ৩০ জুন থেকেই এইচএসসি পরীক্ষা

ঢাকা: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।  

নতুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড জানিয়েছে, আগামী ৩০ জুন থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হবে।

 

শনিবার (১ জুন) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার।  

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখার ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ৩০ জুন থেকেই এইচএসসি পরীক্ষা ২০২৪ যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।