ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি: প্রথমদিনে বাংলা পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৭২৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এইচএসসি: প্রথমদিনে বাংলা পরীক্ষায় বরিশাল বোর্ডে অনুপস্থিত ৭২৭

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রথমপত্রে ৭২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া বোর্ডের আওতাধীন বরিশাল ও পটুয়াখালী জেলায় ১ জন করে দুই জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ১০৫ জন, বরগুনায় ৮৭ জন, পটুয়াখালীতে ১৬৪ জন, পিরোজপুরে ৮৪ জন, ঝালকাঠিতে ৫০ ও বরিশালে ২৩৭ জন।

এরফলে, রোববার (৩০ জুন) বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় মোট ৬১ হাজার ১৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩৭ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

পরীক্ষা শুরুর পরিবেশ দেখতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুছ আলী সিদ্দিকী সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, ঝড় বৃষ্টির কারণে কোথায়ও কোনো অসুবিধা হচ্ছে কি-না জেলা প্রশাসকদের মাধ্যমে খোঁজ নিয়েছি। সব মিলিয়ে পরীক্ষার শুরুটা ভালোই হয়েছে।

এছাড়া বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন করা হয়। এবার ৩৫টি স্পেশাল টিম পরীক্ষা কেন্দ্র তদারকি করছে। এছাড়া প্রতি জেলায় ২টি বা কোনো জেলায় ৩টি করে মোট ১৮টি টিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।