ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আন্দোলনকারীরা শহীদ মিনারে-ছাত্রলীগ টিএসসিতে, ঢাবিতে ঢুকল রায়ট কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
আন্দোলনকারীরা শহীদ মিনারে-ছাত্রলীগ টিএসসিতে, ঢাবিতে ঢুকল রায়ট কার

ঢাবি থেকে: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের আটকে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

এ অবস্থায় পুলিশের দুটি সাঁজোয়া যান (রায়ট কার) ঢুকেছে ঢাবিতে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৬টা ১০ মিনিটের দিকে এ দুটি সাঁজোয়া যান ঢোকে ঢাবিতে। রায়ট কারগুলোর সঙ্গে দুটি অ্যাম্বুলেন্সও রয়েছে। সঙ্গে আছে ৮ ভ্যান পুলিশ।

সরেজমিনে এ গাড়িগুলোকে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেতের দিকে যেতে দেখা গেছে।

রাজধানীর চানখারপুলে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

বিকেল ৩টার পর এ সংঘর্ষ বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হলে বিপরীত দিকে বকশীবাজারের রাস্তায় অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ মোড়ে একটি বাস ভাঙচুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।