ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির কলা ও মানবিক অনুষদের বার্ষিক সেমিনার

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিক অনুষদের বার্ষিক প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় কলা ও মানবিক অনুষদের নতুন ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম গবেষণার ওপর নির্ভর করে। উচ্চতর পর্যায়ে মানসম্পন্ন গবেষণায় আর্থিক বরাদ্দ বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে সরকারকে আরও দৃষ্টি দিতে হবে।

উপাচার্য বলেন, নিয়মিত জ্ঞান চর্চার মাধ্যমে নতুন জ্ঞানের সৃষ্টি হয়। এজন্য শিক্ষকদের জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে। নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর্থিক সহযোগিতা ও অনুপ্রেরণা দেবে।

তিনি গবেষণার সার সংক্ষেপ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মো. কামরুল আহছান।

সেমিনারে ৭টি সেশনে অনুষদের শিক্ষকরা তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১২
ওয়ালিউল্লাহ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।