সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিষ্ঠার দীর্ঘ দুই দশকে ৩য় বারের মত সমাবর্তনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী জানুয়ারি মাসেই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শাহজালাল বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, ৩য় বারের মত অনুষ্ঠিতব্য এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের অনার্স শিক্ষাবর্ষ ২০০৬-০৭ ও পূর্ববর্তী ব্যাচ এবং মাস্টার্স শিক্ষাবর্ষ ২০০৮-০৯ ও পূর্ববর্তী ব্যাচ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সম্ভাব্য ৩য় সমাবর্তনে অনার্স ২০০৭-০৮ ও ২০০৮-০৯ শিক্ষাবর্ষকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ দাবিতে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে এ সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে সমাবর্তনের সম্ভাব্য তারিখ পিছিয়ে নিয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের দাবি, আগামী জানুয়ারি মাসে ২০০৮-০৯ শিক্ষাবষের্র সব বিভাগের ৪র্থ বর্ষ ফাইনাল সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই মে অথবা জুন মাসের দিকে সমাবর্তন দেওয়া হলে ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
এসময় শাবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন হক তাদের যৌক্তিক দাবি উপাচার্যের কাছে যথাযথভাবে উপস্থাপন করবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১৯৯১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথমবারের মত সমাবর্তন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৯ বছর পর সর্বশেষ ২০০৭ সালের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২য় বারের মত সমাবর্তন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
ইএইচ/ জেডএম