সিলেট: কারিগরি শিক্ষায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে মার্কেট রেসপনসিভ ট্রেড কোর্স চালু করছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দুপুরে সিলেটে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এ কোর্সের উদ্বোধনকে সামনে রেখে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বলা হয়, প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে বিশ্বের বিভিন্ন দেশই এখন কারিগরি শিক্ষার দিকে ঝুঁকছে। প্রযুক্তির উৎকর্ষ যতই বাড়ছে কারিগরি জ্ঞানের চাহিদাও তত বেড়ে চলেছে।
বক্তারা জানান, সব দিক বিবেচনায় রেখেই করিগরি শিক্ষার মার্কেট রেসপনসিভ ট্রেড কোর্সটি সাজানো হয়ছে। কোর্সটি তৈরিতে দেশের শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামত নেওয়া হয়েছে।
তারা বলেন, বাজার চাহিদা বিবেচনায় ৬ মাস মেয়াদি এ কোর্সে সব মিলিয়ে ৩৬০ ঘণ্টায় একজন শিক্ষার্থীকে একটি বিষয়ে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান হাতে কলমে শিক্ষা দেওয়া হবে।
আগামীকাল শুক্রবার শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে এ কোর্সের উদ্বোধন করবেন বলে মতবিনিময় সভায় জানানো হয়।
সিলেট ছাড়া দেশের আরো ১০টি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটেখুব শিগগির স্বল্প মেয়াদি এ কোর্স চালু হতে যাচ্ছে।
সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠানে কোর্সের প্রয়োজনীয়তা ও বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক যুগ্মসচিব চৌধুরী মুফাদ আহমদ।
আরো বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক খান মো. বিল্লাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সুশান্ত কুমার বসু।
দক্ষ কর্মীর প্রয়োজনীয়তা উল্লেখ করে মতবিনিময় সভায় বলা হয়, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সব সময়ই ২০ থেকে ২৫ ভাগ জনশক্তির ঘাটতি থাকে। দক্ষ কর্মীর অভাবে সে জায়গাটা পূরণ হচ্ছে না।
আবার দক্ষ না হওয়ার কারণে দেশের বাইরে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশের শ্রমিকেরা।
উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়- ফিলিপাইন যেখানে একজন গৃহকর্মীর জন্য ৪শ’ ডলার দাবি করতে পারে সেখানে আমরা এক-দেড়শ’ ডলার পেলেই বর্তে যাই।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১২
এসএ/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর