সুনামগঞ্জ: শিক্ষা দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবিসহ ৫ দফা দাবিতে সোমবার সুনামগঞ্জে মিছিল সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
অন্যান্য দাবিগুলো হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষা বাণিজ্য বন্ধ ও শিক্ষা ব্যয় কমানো।
দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ পৌরবিপণি থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সুমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, শহর সংসদের সভাপতি মাইনুদ্দীন, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, জেলা সংসদের শিক্ষা গবেষণা ও প্রযুক্তি সম্পাদক গৌরাঙ্গ চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর