ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘‘প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তোলা যাবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষায় নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।
সোমবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শিক্ষা দিবসের অর্ধশত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।
‘জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, কাঙ্খিত অগ্রাধিকার, শিক্ষার্থী-শিক্ষক-অভিবাবক- শিক্ষানুরাগীদের কাম্য ভূমিকা’ শির্ষক এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
প্রধান অতিথির শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রযুক্তির ব্যবহার করে শিক্ষা ক্ষেত্রে আগানোর চেষ্টা করছি। পুরো ভর্তি প্রক্রিয়া এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। ঘুষ দেওয়ার কোনো সুযোগ থাকছে না। দলিলে অধিকার থাকাটাই যথেষ্ট নয়, সুযোগটা নিশ্চিত করাও জরুরি। ’’
বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমরা ক্ষমতায় এসে প্রথম বছরেই ১৯ কোটি বই দিয়েছি যা কেউ চিন্তাও করতে পারেনি। আগামী শিক্ষাবর্ষে নতুন কারিকুলামের ২৭ কোটি বই বিতরণ করা হবে। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইউনেসকো এ পদক্ষেপের প্রশংশা করেছে। ’’
মন্ত্রী আরো বলেন, ‘‘আমরা সাড়ে পাঁচ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি। কারিগরি ও ভোকেশনাল শিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও আন্তর্জাতিক মানের জ্ঞান চর্চার সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। ” এ লক্ষ্যে ১৮৯ কোটি টাকা ব্যয়ে ১০৩টি প্রকল্প কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এসএন জলিল, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মো. আলী চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১২
এআই/ সুস্মিতা সাহা/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর