ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট এমসি কলেজে ভাস্বর-৯১-এর উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
সিলেট এমসি কলেজে ভাস্বর-৯১-এর উদ্বোধন

সিলেট: সিলেট মুরারিচাঁদ কলেজের এইচএসসি’৯১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান ভবনের সংযোগ স্থলে নির্মিত সৌন্দর্যবর্ধন স্থাপনা ভাস্বর-৯১-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে এই ভাস্করটির উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগম, স্থাপনা নির্মাণ বিষয়ক কলেজের অভ্যন্তরীণ কমিটির সদস্য ও সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল বাসিত।

উদ্বোধন শেষে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ৯১ ব্যাচের পক্ষ থেকে কলেজ প্রশাসনকে নির্মাণে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

শিক্ষামন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে স্থাপনাটি ৯১তম ব্যাচের শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে নিমার্ণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এনইউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।