খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি উৎসব ‘ইন্টার ইউনিভার্সিটি টেক ফিয়েস্তা- ২০১২’ শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর শুক্রবার।
এদিন সকাল ৮টায় উৎসবের উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান বাংলানিউজকে জানান, উৎসবে দেশের ৭৮টি বিশ্ববিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হয়েছে। কুয়েটে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠান দেশের প্রযুক্তি প্রেমীদের অন্যতম বৃহৎ সম্মেলন হতে যাচ্ছে বলে আশা করছেন তারা।
দুই দিনব্যাপী এ উৎসবে নানা আয়োজনের মধ্যে থাকছে- হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, সফটওয়্যার প্রদর্শনী, প্রজেক্ট আইডিয়া, স্পেসিফিক প্রবলেম সল্যুশন, সেমিনার, আইটি কুইজ ও সুডোকু কন্টেস্ট।
প্রতিটি ক্ষেত্রে প্রতিযোগিতা পরিচালনার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসব শেষ হবে ২৯ সেপ্টেম্বর শনিবার দিনগত রাতে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর