ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১২

রাবি: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে  বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ-১ (বাংলা) পরীক্ষা শুরু হয়।

এরপর সকাল ১১টায় শুরু হয়েছে এ-২ (ইংরেজি) পরীক্ষা।

এবার এ-১ ইউনিটে ৯ হাজার ৪৬৯ ও এ-২ ইউনিটে ৮ হাজার ৯০৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

রাবি উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সবার সহযোগিতা কামনা করেন।

পরীক্ষা শুরুর আগে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক সমাজ ও প্রশাসনের সহযোগিতায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।

তিনি ভর্তিচ্ছুদের অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, আপনারা নিশ্চিতে সন্তানদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
 
রাবি প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পশাপাশি প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে টহল দিচ্ছেন।  
রাবির আটটি অনুষদভুক্ত ১৬টি ইউনিটে ৩ হাজার ৬১৫টি আসনের বিপরীতে এবার ২ লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার প্রতি আসনের বিপরীতে প্রায় ৬৭ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লড়বেন।

গতবছর ১ লাখ ৩১ হাজার ১৫৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য প্রাথমিক আবেদন করেছিলেন। চলতি শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।