ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলের নির্মাণ কাজের উদ্বোধন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
জাবিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলের নির্মাণ কাজের উদ্বোধন

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে  একটি ছাত্র হল। শনিবার এ হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।



বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাশে শহীদ রফিক-জব্বার হলের দক্ষিণে নির্মিতব্য হলটি হবে পাঁচতলা বিশিষ্ট এবং এতে সাত শতাধিক ছাত্রের আবাসিক সুবিধা থাকবে।

এ হলের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। আগামী অর্থবছরে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১২
এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।