রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার কলা অনুষদভুক্ত এ-৬ ইউনিটের (চারুকলা বিভাগ) ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করা হয়েছে।
এ-৬ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর এবং কলা অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল হাই তালুকদার এ তথ্য জানান।
তিনি বলেন, এ-৬ ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ১৯৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আগামী ১৮-১৯ নভেম্বর রোববার ও সোমবার সকাল ৯টায় চারুকলা বিভাগে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সাক্ষাৎকারের দিন প্রার্থীকে সব পরীক্ষার (এসএসসি এবং এইচএসসি) নম্বর পত্রের মূল কপি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের কপি সঙ্গে আনতে হবে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর