ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবি প্রক্টরের বহিষ্কার না হলে দুর্বার আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১২

ঢাকা: ছাত্রীকে মারধরের অভিযোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এমএ সালামের বহিষ্কার এবং ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রগতিশীল ছাত্রজোট আয়োজিত সংহতি সমাবেশ থেকে এই দাবি জানানো হয়েছে।



প্রসঙ্গত, ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে গত ৯ অক্টোবর ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের সময় ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হন প্রক্টর এমএ সালাম।

এরপর গত মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নয়জন নেতা-কর্মীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার হাইকোর্ট নয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশের কার্যকারিতা ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। একই সঙ্গে ওই বহিষ্কারাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এছাড়া ওই নয়জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে বুধবার তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

আন্দোলকনারীদের ওপর হামলা এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম শুভ।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাবেরী গায়েন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহসভাপতি ওসমান আলী, সাবেক ছাত্রনেতা কাজী আল মামুন, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ছাত্রফ্রন্টের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বাসদ নেতা খালেকুজ্জামান বলেন, ছাত্রীকে ঘুষি মেরে প্রক্টর শিক্ষকতার পদকে কলঙ্কিত করেছেন। অবিলম্বে তাকে বহিষ্কার ও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান তিনি।

ছাত্রীকে লাঞ্ছনা করে প্রক্টর শিক্ষকতার মর্যাদাকে হেয় করেছেন উল্লেখ করে কাবেরী গায়েন প্রক্টর এমএ সালামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের মৌলিক দাবির সঙ্গে যুক্ত আন্দোলনকারী ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানান তিনি।

ছাত্র ইউনিয়ন সভাপতি এস এম শুভ বলেন, অবিলম্বে প্রক্টর এসএম সালামের বহিষ্কার এবং বহিষ্কৃত ছাত্রদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে প্রগতিশীল ছাত্রজোট দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ১৮অক্টোবর, ২০১২
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।