ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে খ-ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত চলে।

শুক্রবার ঢাবি প্রক্টর আমজাদ আলী বাংলানিউজকে জানান, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন  হয়েছে।

উল্লেখ্য,  ২০১১-১২ শিক্ষাবর্ষে ঢাবির খ-ইউনিটের অধীনে ২,৩৭৮টি সিটের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩৫ হাজার ৯৯৮ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। অর্থাৎ প্রতিটি সিটের জন্য গড়ে ১৬ জন ছাত্র-ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করে।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১১
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।