ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোচিংবাজের তালিকায় ঢাকার শীর্ষস্থানীয় ১০ স্কুল-কলেজের ২৮ শিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১২
কোচিংবাজের তালিকায় ঢাকার শীর্ষস্থানীয় ১০ স্কুল-কলেজের ২৮ শিক্ষক

ঢাকা: ভিকারুন নিসা ও আইডিয়ালসহ রাজধানীর শীর্ষস্থানীয় ১০টি স্কুল-কলেজের ২৮ জন  কোচিংবাজ শি¶কের তালিকা তৈরি করেছে কোচিং বাণিজ্য বন্ধে সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তালিকাভুক্ত এসব শিক্ষকেরা কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ভেঙে বাণিজ্যিক ভিত্তিতে আলাদা ফ্ল্যাট অথবা রুম ভাড়া করে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

সূত্র: ডেইলি এডুকেশন।

উল্লেখ্য, রাজধানীর শীর্ষস্থানীয় স্কুল-কলেজের কোচিংবাজ শিক্ষকদের চিহ্নিত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এ কে এম মোস্তফা কামাল-কে প্রধান করে গত ১৫ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর দু’জন সদস্য হচ্ছেন- ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আবদুছ ছামাদ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা ভবেন্দ্র নাথ বাড়ৈ।

প্রায় একমাস পর গত সপ্তাহে তদন্ত কমিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) সজল কান্তি মন্ডলের কাছে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮জন কোচিংবাজ শিক্ষকের একটি তালিকা জমা দেয় বলে জানা গেছে।

সূত্রমতে, এ তালিকায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৬ জন ও ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের ৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এরমধ্যে ভিকারুন নিসা নূন স্কুল এন্ড কলেজের চারজন-ই কোচিং করান সিদ্ধেশ্বরী এলাকায়। এরা হলেন- ফেরদৌসি বেগম, মো. শাহ আলম, কামরুন নাহার ও মিল্কী মীর।

আইডিয়াল স্কুল এন্ড কলেজের ১৬ জন শিক্ষকের মধ্যে নিজাম উদ্দিন কামাল ৬৮৬ উত্তর শাহজাহানপুরে ( দোতলা); আবুল কালাম আজাদ ৩৪৬ উত্তর শাহজাহানপুরে; সুবাস চন্দ্র  পোদ্দার ৩৪৫ উত্তর শাহজাহানপুরের আমতলা মসজিদের গলিতে; কলিম মোর্শেদ বনশ্রী সি ব্লকের ৬ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়িতে; মোফাজ্জল হোসেন ৫৯২ উত্তর শাহজাহানপুরের উত্তরা ব্যাংকের গলিতে; মোয়াজ্জেম হোসেন বনশ্রী সি ব্লকের ৭ নম্বর রোডের ৪০/২ নম্বর বাড়িতে, রফিকুল ইসলাম ৭৯৪ দক্ষিণ শাহজাহানপুরে; আবদুর রশীদ ৭৯৪ দক্ষিণ শাহজাহানপুরে; দেলোয়ার হোসেন দক্ষিণ শাহজাহানপুরের শিল্পী হোটেলের গলিতে; গোলাম  মোস্তফা ৫০৬ উত্তর শাহজাহানপুরে; নুরুল আমিন ২৮৬ উত্তর শাহজাহানপুরে; মাসুদ হাসান ৫১২ উত্তর শাহজাহানপুরের উত্তরা ব্যাংকের গলিতে; আলী মর্তুজা ৫৭০ উত্তর শাহজাহানপুরে; আজিজুর রহামান ৬০৬ উত্তর শাহজাহানপুরের তৃতীয় তলায়; রুকনুজ্জামান রতন ৮৯৯ শহীদবাগে ও হাসান মালিক ৩৩৭ উত্তর শাহজাহানপুরের ঠিকানায় কোচিং করান।

এছাড়া তালিকায় সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের শিক্ষক মাসুদুর রহমান, হলিক্রস কলেজের সহকারী অধ্যাপক রড্রিকস; তেজগাও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গোলাম  মোস্তফা; খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুলের ইংরেজি শিক্ষক আহম্মদ মোস্তফা; খিলগাঁও আইডিয়াল স্কুলের এসএম জাকিরুল ইসলাম, ন্যাশনাল আইডিয়াল কলেজের ইংরেজি প্রভাষক আজহারুল ইসলাম ও তেজগাঁও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আউয়াল সামাদ  ঢাকা সিটি কলেজের ইংরেজি প্রভাষক আরিফ হাসান প্রমুখের নাম রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১২
এস আর/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।