ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ভর্তি পরীক্ষা: একটি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৬০

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১২

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় এবার ৭৫ হাজার ৮শ ২ জন পরীক্ষার্থী ভর্তির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন।

এ বছর ১ হাজার ২শ ৬০টি আসনের বিপরীতে এ রেকর্ড সংখ্যক ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

ফলে, প্রতি আসনের বিপরীতে গড়ে ৬০ জন পরীক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। তবে, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে সর্বোচ্চ ৮৮ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ১শ ৮০ আসনের বিপরীতে ১৫ হাজার ৭শ ৬২ জন, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩শ ৬০ আসনের বিপরীতে ১৮ হাজার ৩শ ৫৩ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২শ ৪০ জনের বিপরীতে ১৬ হাজার ১শ ৯০ জন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২শ ৪০ আসেন বিপরীতে ৮ হাজার ৫শ ৯৪ জন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১শ ২০ আসনের বিপরীতে ৮ হাজার ৪শ ৭৩ জন এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটে ১শ ২০ আসনের বিপরীতে ৮ হাজার ৪শ ৩০ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

সূত্র আরও জানায়, চলতি বছরের ৬, ৭ ও ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ‘ডি’ এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিট, ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ‘ই’ এবং বিকেল ৩টায় ‘বি’ ইউনিট এবং ৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ‘এফ’ এবং বিকেল ৩টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ((www.brur.ac.bd)) অথবা (www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান,  ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।

উল্লেখ্য, এ বছর ৬টি ইউনিটের অধীনে ৬টি অনুষদভুক্ত মোট ২১টি বিভাগে ১২৬০ জন ছাত্রছাত্রী ভর্তি  করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।