বরিশাল: আগামী ৪ নভেম্বর রোববার থেকে সারা দেশের সঙ্গে এক যোগে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা।
প্রথম বারের তুলনায় গত বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও এবছর কিছুটা কমেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ শাহ্ আলমগীর বাংলানিউজকে জানান, এবছর বরিশাল বিভাগের ৬ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫ হাজার ৪শ ২২ জন। এদের মধ্যে ছাত্র ৪১ হাজার ২শ ৭৬ এবং ছাত্রী ৪৪ হাজার ১শ ৪৬ জন।
গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে মাত্র ১০৫ জন। ওই বছর এর সংখ্যা ছিল ৮৫ হাজার ৫শ ২৭ জন। এর মধ্যে ছাত্র ৪১ হাজার ১শ ৭ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪শ ২০ জন।
প্রথমবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৫ হাজার ৬শ ৯৪ জন।
এছাড়া গত বছর পরীক্ষা কেন্দ্র ছিল ৯৮টি। এবছর তা বেড়ে দাড়িয়েছে ১১০টিতে। প্রথম বছর কেন্দ্র সংখ্যা ছিল ৬৫টি।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, বিভাগের সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী বরিশাল জেলায়।
এ জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯শ ৫১ জন। এদের মধ্যে ছাত্র ১৩ হাজার ৩শ ৭২ এবং ছাত্রী ১৫ হাজার ৫শ ৭৯ জন।
ঝালকাঠী জেলায় মোট পরীক্ষার্থী ৮ হাজার ২শ ৪৮ জন। ছাত্র ৩ হাজার ৬শ ৩২ জন এবং ছাত্রী ৪ হাজার ৬শ ১৬ জন।
বরগুনা জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬শ ৪৯ জন ছাত্র এবং ৪ হাজার ৫শ ৩৭ জন ছাত্রী। এজেলায় মোট পরীক্ষার্থী ৯ হাজার ১শ ৮৬ জন।
পিরোজপুর জেলায় মোট পরীক্ষার্থী ১২ হাজার ৫শ’ ৭৫ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৮শ ৪২ জন এবং ছাত্রী ৬ হাজার ৭শ ৩৩ জন।
ভোলা জেলায় ১২ হাজার ১শ ১৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ হাজার ৩শ ৫৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭শ ৬৪ জন।
সর্বশেষ পটুয়াখালী জেলায় ১৪ হাজার ৩শ ৪৩ জন পরীক্ষার্থী রয়েছে। এদের মধ্যে ছাত্র ৭ হাজার ৪শ ২৬ জন এবং ৬ হাজার ৯শ ১৭ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার বাংলানিউজকে জানান, প্রথমবার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছিল। তবে গত বছরের ন্যায় এবছরও কোনো ভিজিলেন্স টিম থাকছে না।
তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রের পরিবেশ সুষ্ঠু রাখতে স্থানীয় প্রশাসনই যথেষ্ট।
বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠু, সুন্দর ও ভীতিহীন পরিবেশের মধ্যে পরীক্ষা দিতে পারে তার জন্য কেন্দ্র সচিবকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর